করোনাভাইরাসে দেশে আরো নতুন করে গত ২৪ ঘণ্টায় ৪১ জন শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৫ জন। শনাক্ত ৪১ জনের মধ্যে ঢাকার ২০ জন ও নারায়ণগঞ্জের ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ জন।
রাজধানীর মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) থেকে করোনা নিয়ে অনলাইন সংবাদ ব্রিফিংয়ে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তার আগে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৭৯২টি নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। ৬৩৮ জন হোম কোয়ারেন্টিন আছেন। ঢাকা মহানগরীতে ৭৯টি আইসিউ শয্যা আছে। বিশ্বব্যাপী ৪৮১০ জনের মুত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ২:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com