ব্রেকিং নিউজ

x


দেশের ১০ জেলার ২৭ অঞ্চলকে রেড জোন ঘোষণা, থাকবে সাধারণ ছুটি

সোমবার, ২২ জুন ২০২০ | ১:১৯ পূর্বাহ্ণ

দেশের ১০ জেলার ২৭ অঞ্চলকে রেড জোন ঘোষণা, থাকবে সাধারণ ছুটি

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের অতি ঝুঁকিতে থাকা দেশের ১০ জেলার ২৭ অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করায় সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার মধ্যরাতে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১০টি জেলা হলো- চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেড জোন ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

বাংলাদেশ সময়: ১:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com