করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনার মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তবে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭০ এ দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছে ২ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে।
বাংলাদেশ সময়: ৪:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com