সরকারি ক্ষমতা ও অর্থের অপব্যবহার করায় কাতারের অর্থমন্ত্রী আলী শরীফ আল-ইমামিকে গ্রেফতার করেছে পুলিশ। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, কাতারে দুর্নীতির মামলায় প্রভাবশালী একজন গ্রেফতার হয়েছিল। তবে সরকারি সূত্র জানায় যে দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তি সবচেয়ে উচ্চ-স্তরের।
কাতারের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জনগণের অর্থ, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের ব্যাপারে যে অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে সেগুলো তদন্ত করার জন্য তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেল।
ইমাদি ২০১৩ সাল থেকে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি কাতার এয়ারওয়েজের নির্বাহী বোর্ডের সভাপতি ও কাতার ন্যাশনাল ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
কাতারে অবস্থানরত এক কূটনীতিক বলেন, অর্থমন্ত্রীকে গ্রেফতার অপ্রত্যাশিত ছিল। সরকারের আইন দুর্নীতি কমাতে ভূমিকা রাখবে।
দোহার ভিত্তিক অপর এক কূটনীতিক এএফপিকে বলেছেন, এ ঘটনায় পরিষ্কার যে কাতার দুর্নীতির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে। যদি এমনটিই হয় তাহলে দেশটির আইনের শাসন মেনে চলার ভাবমূর্তি সুদৃঢ় হবে।
প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ কাতারে প্রায় ৩০ লাখেরও কম মানুষের বাস; যার বেশিরভাগ বিদেশি।
বাংলাদেশ সময়: ৮:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ মে ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com