দীপাবলি উপলক্ষে বিজিবি ও পাকিস্তান রেঞ্জার্সের সাথে উপহার ও মিষ্টি বিনিময় করেছে বিএসএফ।
দীপাবলি উপলক্ষে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীরা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে মিষ্টান্ন বিনিময় করেছেন। ঈদ, হোলি, দীপাবলি ও নিজ নিজ দেশের জাতীয় দিবসসহ প্রধান উৎসবগুলোতে ভারত-পাকিস্তানের মধ্যে মিষ্টি বিনিময়ের ঐতিহ্য বেশ পুরোনো। এ ধারাবাহিকতায়ই উৎসব উপলক্ষে গতকাল রাতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথেও বিএসএফ মিষ্টি বিনিময় করেছে। খবর এনডিটিভি’র।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্স দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা ও মিষ্টান্ন বিনিময় করেন। বিএসএফ এর গুয়াহাটি ফ্রন্টিয়ার এক টুইট বার্তায় জানায়, শুভ দীপাবলি উপলক্ষে বিএসএফ সদস্যরা পাকিস্তান রেঞ্জার্স ও বিজিবি এর সাথে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেছে।
উল্লেখ্য, কালীপূজায় সনাতন ধর্মাবলম্বীরা বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় বাবা-মা ও আত্মীয়স্বজনদের স্মরণ করেন, এ দিনটিকেই বলা হয় দীপাবলি। যা ভারতে ‘দিওয়ালি’ নামে বিশাল পরিসরে পালিত হয়। উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করে থাকেন।
বাংলাদেশ সময়: ৭:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com