ব্রেকিং নিউজ

x


তৈরি পোশাক রপ্তানি বেড়েছে

শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১ | ৭:৪৮ পূর্বাহ্ণ

তৈরি পোশাক রপ্তানি বেড়েছে

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও দেশের অর্থনীতির চাকা চাঙা রেখেছে তৈরি পোশাক খাত। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ তৈরি পোশাক রপ্তানি বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, লকডাউন শিথিল হওয়ায় গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরে পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, গত ২০২০-২১ অর্থবছরের জুলাই-নভেম্বর মাসের তুলনায় ২০২১-২২ অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৯ শতাংশ।

২০২১ সালের নভেম্বর মাসে পোশাক রপ্তানি ৩২ দশমিক ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে নিটওয়্যার খাতে প্রবৃদ্ধি ৩৩ দশমিক ০৫ শতাংশ এবং ওভেন খাতে প্রবৃদ্ধি ৩১ দশমিক ৪৮ শতাংশ। নভেম্বরে রপ্তানি আয়ে ৩ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পোশাক রপ্তানি হয়েছে, অর্থাৎ ৩২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২০ সালের নভেম্বরে রপ্তানির পরিমাণ ছিল ২ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ২০২১ সালের অক্টোবরে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার রপ্তানি করেছি এবং নভেম্বরে সেটি ৩ দশমিক ২ ডলারে নেমে এসেছে। যদিও সাধারণত একই বছরের পর পর মাসের রপ্তানির মধ্যে তুলনা করা হয় না, কেননা এটি অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করতে পারে

বাংলাদেশ সময়: ৭:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com