চিত্রনায়িকা পূজা চেরি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানে যে ভালো আছেন, আনন্দময় সময় কাটাচ্ছেন—সেটাই যেন জানালেন তিনি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের উচ্ছ্বসিত একগুচ্ছ ছবি পোস্ট করেন পূজা। এতে দেখা যায়, পারস্য উপসাগর দিয়ে ছুটে চলা বোটে গোলাপি টি-শার্ট ও শর্টসে বসে আছেন পূজা। চোখে কালো সানগ্লাস পরিহিত অবস্থায় সূর্যের দিকে তাকিয়ে আছেন। চোখ বরাবর উপরে হাত। যেন তীক্ষ্মভাবে না লাগে সূর্য।
এই নায়িকা সাগরের ঢেউয়ে সুখ খুঁজে পেয়েছেন। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে জানিয়েছেন এ কথা। লিখেছেন, ‘ঢেউয়ের মাঝে সুখ।’ আর চেকইন দিয়েছেন দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
‘দহন’ অভিনেত্রী ছবিগুলো পোস্ট করতেই নজর কাড়ে নেটাগরিকদের। মাত্র কয়েক ঘণ্টায় ২৫ হাজারেরও বেশি রিঅ্যাকশন পড়েছে ছবিগুলোয়। আর মন্তব্য পড়েছে তিন হাজারেরও বেশি। পাশাপাশি লাস্যময়ী রূপেরও প্রশংসা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
এদিকে পূজা কী কারণে দুবাই গেছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ৮:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com