লাউয়াছড়া বনে গাছের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন। এ দুর্ঘটনার পর বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ।
লাউয়াছড়া বনে লাইনচ্যুত হয়ে পড়ে আছে ট্রেনের বগি
পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন সময় সংবাদকে জানান, ঝড়ের কারণে বনের গাছ ভেঙে রেললাইনে পড়ে এবং সেই গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হয়।
গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন লাইনচ্যুত
কুলাউড়া এবং আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাচ্ছে বলে জানান তিনি।
ট্রেন লাইনচ্যুত হয়ে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর হোসেন বলেন, লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় সেখানে স্বাভাবিকভাবেই ট্রেনের গতি কম থাকে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পড়ে আছে ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন
তবে বনাঞ্চল এবং উঁচু যায়গা হওয়ায় ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ৮:০১ পূর্বাহ্ণ | শনিবার, ২০ মে ২০২৩
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com