ঢাকা-মাওয়া সড়কের মুন্সীগঞ্জের লৌহজংয়ে বসুমতি ও প্রচেষ্টা নামের দুই বাসের মুখমুখি সংঘর্ষে ২জন নিহত ও কমপক্ষে ৪জন আহত হয়েছেন। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকাল ৪টার দিকে মহাসড়কের চন্দেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই হেনা বেগম (৬০) নামে এক নারী যাত্রী ও বাস চালক বাদশা (৪৮) নিহত হয়।
নিহত যাত্রী হেনা বেগম লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার দলিলউদ্দিনের স্ত্রী, আর বাস চালক বাদশার বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এলাকার চুনকুটিয়া এলাকায়।
স্থানীয় সূত্র ও মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হিলাল উদ্দিন জানান, বিকালে শিমুলিয়াঘাট থেকে বসুমতি বাসটি ঢাকার অভিমুখে যাচ্ছিল। বাসটি চন্দের বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শিমুলিয়া ঘাটগামী প্রচেষ্টা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেনা নামের ওই নারী যাত্রী মারা যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পথে বাসচালক বাদশা মারা যায়।
অন্যদিকে দুর্ঘটনার পর আধঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ সময়: ৬:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com