প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিবন্ধনে এবার বয়সসীমা নির্ধারণ করে ১৮ বছরে নামিয়ে আনা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ডা. শামসুল হক বলেন, ‘ মঙ্গলবার ( ১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের জন্য বয়সসীমা ১৮ বছরে নামিয়ে নিবন্ধন চালু করা হয়। সরকারের এই সিদ্ধান্তের পর থেকে বুধবার (২০ অক্টোবর বিকাল ৪টা) পর্যন্ত দুই লাখের বেশি নিবন্ধন করেছে সুরক্ষা অ্যাপে। এর আগে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধনের সর্বনিম্ন বয়স ছিল ২৫ বছর।’
ডা. শামসুল হক আরও বলেন, এখন থেকে ১৮ বছর বয়স থেকে শুরু করে তদূর্ধ্ব সবাই টিকা নিতে নিবন্ধন করতে পারবেন।
বাংলাদেশ সময়: ৮:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com