করোনা সংক্রমণরোধে দায়িত্ব পালনকালে আক্রান্ত হয়ে জীবন দিলেন পুলিশের সম্মুখযোদ্ধা কনস্টেবল মো. মোখলেছুর রহমান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা।
কনস্টেবল মো. মোখলেছুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
জানা যায়, মোখলেছুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১০ বীর সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।
বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫১১, মারা গেছেন ৪০৮ জন এবং সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬০২ জন।
বাংলাদেশ সময়: ৩:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com