‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে চাদপুর হাজীগঞ্জ উপজেলা যুব দিবস পালন করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকালে ১১ ঘটিকার সময় হাজীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র বিতরণ, ও যুব ঋন চেক বিতরণ, অপ্রতিষ্ঠানিক কোর্স উদ্ভোধন এবং মাছের পোনা অবমুক্ত করন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য, চাঁদপুর -৫ ও সভাপতি নৌপরিবহন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি মহোদয় অডিও কনফারেন্সের মাধ্যমে যুব দিবসের আলোচনা সভায় অংশ গ্রহন করে যুব আত্নকর্মীদের উদ্যেশ্যে বিভিন্ন দিক নির্দেশনার উপদেশ দেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা, যুব আত্ন কর্মীসহ সাংবাদিক, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষনাথী বৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন যুব অধিদপ্তরের বিভিন্ন উদ্যোক্তা, সমবায়ী ও এনজিও প্রতিনিধিগণ । উপজেলায় যুব দিবসের স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।
অনুষ্ঠানে সফল উদ্যোক্তা হিসেবে সাংবাদিক হাবীবুর রহমান, ও , সফল আত্মকর্মী হিসাবে ডাটরাশিবপুর গ্রামের ফরিদ আহমেদ, তাহমিনা আক্তার উপস্থিত বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১০:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com