জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি উমাকান্ত লাখারিয়া দুই ক্লাবের পক্ষে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এই সমঝোতা অনুযায়ী দুই ক্লাবের সদস্যরা পরস্পরের ক্লাব ও সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন বলে জানা গেছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, প্রেস ক্লাব অব ইন্ডিয়ার আমন্ত্রণে ক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার স্থাপন অনুষ্ঠানে যোগ দেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি। গত ৭ সেপ্টেম্বর দুই ক্লাবের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। এ সময় প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল বিনয় কুমার, সাবেক সভাপতি গৌতম লাহিড়িসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় সমঝোতা স্মারকটি ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানের হাতে তুলে দেন সভাপতি ফরিদা ইয়াসমিন। ব্যবস্থাপনা কমিটি এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করে যে, আগামী দিনগুলোতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের সাংবাদিকদের সম্প্রীতি, মৈত্রী ও সৌহার্দ্য আরো সুদৃঢ় হবে।
বাংলাদেশ সময়: ৮:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com