মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম মাঠে চলছে নারী ক্রিকেটারদের অনুশীলন। সব কিছু রপ্ত করে তারা হতে চান ভালো ক্রিকেটার। কোচ বলছেন, ভালো ক্রিকেটার তৈরি করতে নারী প্রশিক্ষক, উইকেট, মাঠ ও ক্রীড়া উপকরণের দরকার।
হেমন্তের শিশির ভেজা ভোরেই মিরকাদিমের মাঠ সরব হয়ে উঠে। মাঠে অনুশীলনে ব্যস্ত প্রমিলা খেলোয়াড়রা। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন। ওয়ার্মআপ এরপর খেলার কলাকৌশল। সব কিছু রপ্ত করেই হতে চান ভালো ক্রিকেটার। পাশাপাশি লক্ষ্য জাতীয় দলে স্থান করে নেয়া। তাই মাঠে ব্যাট বল নিয়ে ঘাম ঝরাচ্ছেন নিয়মিত।
ভালো নারী ক্রিকেটার তৈরি করতে নারী প্রশিক্ষক, ভালো উইকেট, মাঠ ও ক্রীড়া উপকরণের প্রয়োজনীয়তার কথা জানান প্রশিক্ষক রনি খান চিতা। তিনি বলেন, মহিলা প্রমিরা ক্রিকেটার কোচ থাকতো তাহলে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ঢাকামুখী করতে পারতাম। আমাদের এখানে যথেষ্ট প্রয়োজনীয় উপকরণ নেই।
মুন্সীগঞ্জ-বিক্রমপুর ক্রিকেট একাডেমির পরিচালক অভিজিৎ দাস ববি বলেন, এখানে প্রমিলা ক্রিকেটার যারা আছে তাদের আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমরা বিশ্বাস করি একদিন এই একাডেমির মাধ্যমে তারা আরো এক ধাপ এগিয়ে যেতে পারবে।
বিভিন্ন বয়সী ২০ জন প্রমিলা ক্রিকেটার সকাল বিকাল অনুশীলন করে নিজেদেরকে তৈরি করছেন।
বাংলাদেশ সময়: ৭:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com