ব্রেকিং নিউজ

x


ছাত্রীকে গণধর্ষণ: মামলা না হওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ | ৮:৩০ পূর্বাহ্ণ

ছাত্রীকে গণধর্ষণ: মামলা না হওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন

 

সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দারাগাঁও চা বাগানের এক সাঁওতাল কিশোরী ও মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কোন মামলা দায়ের না হওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

বুধবার (২৪ জুন) সংস্থাটির পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আশিক সাক্ষরিত বিবৃতিতে বলা হয়, করোনা মহামারির সময় এ ধরণের ঘটনা উদ্বেগজনক ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে কমিশন মনে করে। একইসঙ্গে ঘটনা তদন্ত করে অতি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য চুনারুঘাটের নির্বাহী অফিসারকে বলা হয়েছে।

গত ১৬ জুন অষ্টম শ্রেণি পড়ুয়া সাঁওতাল ওই কিশোরীকে মুখে রুমাল গুঁজে ধর্ষণ করে তিন যুবক। আর ২২ জুন একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ৮:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com