দিনাজপুরের বিরামপুরে সরকারি বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ন্যায্যমূল্যের ১০ বস্তা চাল পাচারের সময় আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার দিওড় ইউনিয়নের বেপারীটোলা বাজারের খাদ্যবান্ধব ডিলার মোতাহার হোসেন উক্ত চাল বিতরণের কার্যক্রম চালাচ্ছিল।
এর মধ্যে সেখান থেকে ১০ বস্তা চাল আত্মসাতের চেষ্টায় ভ্যানযোগে নিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা ভ্যান আটক করে প্রশাসনকে খবর দেয়।
সংবাদ পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই ডিলার মোতাহার হোসেন পালিয়ে যায়। তবে ওই ডিলারের ম্যানেজার সুলতানকে আটক করে ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
ইউএনও তৌহিদুর রহমান জানিয়েছেন, ওই ডিলারের ডিলারশীপ বাতিল করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে রেগুলার মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ৭:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com