চাপ নিতে না পারায় গা ঢাকা দেন আবু আসিফ
উপনির্বাচনের চাপ নিতে না পারার কারণে আত্মগোপনে চলে গিয়েছিলেন বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে আশুগঞ্জের শরীয়তনগর এলাকায় নিজ বাসায় ফেরেন আবু আসিফ। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সাংবাদিকেরা তার বাসায় যান।
এ সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। আসিফ জানান, নির্বাচনের আগে মানসিক চাপের কারণে তিনি ভীষণভাবে ভেঙ্গে পড়েছিলেন।
তাই ঢাকার বসুন্ধরার বাসায় আত্মগোপনে ছিলেন। নির্বাচন শেষে আশুগঞ্জের বাড়িতে ফিরে আসেন। শারীরিকভাবে এখনও কিছুটা অসুস্থ বলে জানান তিনি।
আবু আসিফ বলেন, প্রথম থেকে আমার কাছে নির্বাচন অগোছালো মনে হয়েছিলো। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি বেশি চাপ নিতে পারছিলাম না।
তিনি আরও বলেন, বেশি চাপ অনুভব করাতে আমি থেকে নির্বাচন থেকে সরে গেছি। চাপ নিয়ে আমি থাকতে পারব না। এজন্য আমি নির্বাচন ছাইড়া সইরা গেছি।
তিনি বলেন, চাপ নিতে পারছিলাম না। আমি মানসিকভাবে ভেঙে গিয়েছিলাম। নির্বাচন শেষ হয়েছে, আমি চলে এসেছি।
সরে দাঁড়ানোর জন্য কেউ কোনো চাপ বা ভয়ভীতি দেখিয়েছে কি না, জানতে চাইলে স্ত্রী মেহেরুননিছা মেহরীন তাকে থামিয়ে দেন।
গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আত্মগোপনে যান আবু আসিফ। এরপর তার স্ত্রী মেহেরুন্নেছা আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
আবু আসিফ আহমেদ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তিনি আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
বাংলাদেশ সময়: ৮:২৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com