চাঁদপুর পৌর নির্বাচনের সময়ে সিনিয়র-জুনিয়র দ্বন্ধে হত্যার প্রধান আসামী মেহেদী হাসান ওরফে শাহেদ মিয়াজি (২০) কে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানায় প্রেস বিফ্রিং করে বিষয়টি নিশ্চিত করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার বলেন, শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করা হয়। ডিবির একটি টিম ঘটনার প্রায় ১৩ দিন পর ফরিদগঞ্জ থেকে হত্যা মামলার প্রধান আসামী শাহেদকে আটক করে।
গত ১০ অক্টোবর শনিবার দুপুর ১২টায় শহরের কোড়ালিয়ার মাস্টার মোল্লা বাড়ির বাসিন্দা মো. হারুন মোল্লা কালুর ছেলে ইয়াছিন মোল্লা (১৭) কে শাহেদ মিয়াজি সিনিয়র জুনিয়র দাবীতে ছুরিকাঘাত করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ইয়াছিন মোল্লার মৃত্যু হয়। হত্যার ঘটনার পর থেকে শাহেদ মিজি পলাতক ছিল।
বাংলাদেশ সময়: ৬:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ অক্টোবর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com