ব্রেকিং নিউজ

x


চাঁদপুরে ১২, হাজীগঞ্জে নতুন ২ জনসহ ১৪জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ১৮০, মৃত্যু ১৫

শনিবার, ৩০ মে ২০২০ | ১:৫৩ অপরাহ্ণ

চাঁদপুরে ১২, হাজীগঞ্জে নতুন ২ জনসহ ১৪জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ১৮০, মৃত্যু ১৫

চাঁদপুরে আরো ১৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১২জন ও হাজীগঞ্জের ২জন রয়েছেন। হাজীগঞ্জে নতুন শনাক্ত হওয়া ২জনের ১জন মৃত। মৃতের নাম বিদ্যাসাগর। তার বয়স ৭২ বছর। এ নিয়ে জেলায় মোট কেরোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮০জন।

এছাড়া মতলব উত্তরে শুক্রবার সন্ধ্যায় মারা যাওয়া মোসলেম উদ্দিনকে চাঁদপুরের মৃত্যুর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে রোগী হিসেবে তার নাম ঢাকাতেই থাকছে। মোসলেম ও হাজীগঞ্জের বিদ্যাসাগর’সহ জেলায় এখন মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫জন। সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ শনিবার দুপুরে চাঁদপুর প্রবাহকে মৃতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।

শনিবার দুপুরে সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়েছে, শনিবার মোট ৯৩টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৪টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো করোনা নেগেটিভ।

সূত্র জানায়, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৮০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১০৩, ফরিদগঞ্জে ২৯, মতলব উত্তরে ৭, হাজীগঞ্জে ১১, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৯, শাহরাস্তিতে ১১ ও হাইমচরে ৪জন। নতুন আক্রান্ত নিয়ে চাঁদপুর সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা শত ছাড়ালো।

জেলায় মোট ১৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫জন, ফরিদগঞ্জে ৩জন, কচুয়ায় ২জন, হাজীগঞ্জে ২জন, শাহরাস্তিতে ১জন ও মতলব উত্তরে ২জন।

বাংলাদেশ সময়: ১:৫৩ অপরাহ্ণ | শনিবার, ৩০ মে ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com