ব্রেকিং নিউজ

x


চাঁদপুরে প্রেমিকের পর প্রেমিকার আত্মহত্যা

সোমবার, ২২ জুন ২০২০ | ১১:২৫ অপরাহ্ণ

চাঁদপুরে প্রেমিকের পর প্রেমিকার আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেমিকের আত্মহত্যার সংবাদ শুনে প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার বারপাইকা ও হর্ণিদুর্গাপুর গ্রামে রোববার (২১ জুন) রাতে ও সোমবার (২২ জুন) দুপুরে ঘটনা দুইটি ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান আত্মহননকারী যুবক-যুবতী প্রেমিক-প্রেমিকা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের মিয়াজী বাড়ির কাদর আলীর ছেলে শাকিল (২২) রোববার (২১ জুন) রাতে পার্শবর্তী বাড়ির একটি আম গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করার পর ময়না তদন্ত সম্পন্ন করার পর সোমবার (২২ জুন) বিকালে তার লাশ দাফন করা হয়। এ ব্যাপারে শাকিলের ভাই এমরান হোসেন বাদী হয়ে সোমবার (২২ জুন) সকালে একটি অপমৃত্যু মামলা করেছে।

অপরদিকে, সোমবার (২২ জুন) দুপুরে ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণিদুর্গাপুর গ্রামের ভুঁইয়া বাড়ির মনু মিয়া ভুঁইয়ার মেয়ে আছিয়া আক্তার মুক্তা (১৭) সোমবার (২২ জুন) দুপুরে তাদের বসতঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

এ ব্যাপারেও অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে পৃথক দুইটি আত্মহত্যার কারন সম্পর্কে লাশ উদ্ধারকারী ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, যুবক-যুবতীদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে কিনা তা উভয় পরিবারের কেউ স্পষ্ট করে কিছু বলছে না। এব্যাপারে এলাকায় ব্যাপক গুঞ্জন রয়েছে আত্মহননকারী উভয়ের মধ্যে প্রেমের গভীর সম্পর্ক থাকার কারনে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, দুটি ঘটনায় অপমৃত্যু মামলা রুজ্জু হয়েছে। তবে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়ে আমাদের জানা নেই।

বাংলাদেশ সময়: ১১:২৫ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com