চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৮ জন, ফরিদগঞ্জে ৭ জন, হাইমচরে ৭ জন, শাহরাস্তিতে ৬ জন, মতলব উত্তরে ৫ জন ও কচুয়ায় ১ জন রয়েছেন।
আজ শুক্রবার জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, শুক্রবার মোট ১৯৯টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪৪ জনের করোনা পজিটিভ। বাকীগুলো নেগেটিভ।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭১৩ জনে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন।
তিনি আরও জানান, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৭১৩ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৮৭ জন, শাহরাস্তিতে ৯৩ জন, মতলব দক্ষিণে ৭৪ জন, ফরিদগঞ্জে ৭২ জন, হাজীগঞ্জে ৬৮ জন, হাইমচরে ৪৭ জন, মতলব উত্তরে ৪১ জন ও কচুয়ায় ৩১ জন রয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৮ জন।
বাংলাদেশ সময়: ৫:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com