ব্রেকিং নিউজ

x


চাঁদপুরে চিহ্নিত এলাকা রেড জোন ঘোষণার অপেক্ষা

শুক্রবার, ১৯ জুন ২০২০ | ৬:১০ অপরাহ্ণ

চাঁদপুরে চিহ্নিত এলাকা রেড জোন ঘোষণার অপেক্ষা

চাঁদপুর জেলায় করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ড এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরো দুজন মারা গেছেন।  করোনা রোগীর সংখ্যা এবং ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকালে চাঁদপুর শহরে জরুরি পরিষেবা ছাড়া সবধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জানা যায়, শুক্রবার দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান দেলোয়ার হোসেন। জেলার ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সর্দি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আক্রান্ত এই রোগীকে এখানে নিয়ে আসেন স্বজনরা।

এছাড়া শুক্রবার সকালে শহরের প্রাইভেট একটি হাসপাতালে একই উপসর্গ নিয়ে অসুস্থ সফিকুল ইসলাম নামে আরেকজনকে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর তিনিও মারা যান। তার বাসা চাঁদপুর শহরের রহমতপুর কলোনিতে। সেখানে একটি মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, মৃত এই দুজনের শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

এদিকে শুক্রবার বিকাল চারটা থেকে চাঁদপুর শহরে জরুরি পরিষেবা ছাড়া সবধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এজন্য পুলিশ, আনসার ব্যাটেলিয়ন এবং স্বেচ্ছাসেবকরা জনগণকে সচেতন করতে কাজ করছে। এমন তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

চাঁদপুরে এই পর্যন্ত করোনা পজিটিভ রোগী হচ্ছেন ৫ শতাধিক। এরমধ্যে মারা গেছেন ৪৫ জন। আর উপসর্গ নিয়ে মারা যান আরো ৬৮ জন।

বাংলাদেশ সময়: ৬:১০ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com