ব্রেকিং নিউজ

x


চাঁদপুরে এসএম ইন্টারনেট নেটওয়ার্কের ২০০০ মিটার তার চুরি

মঙ্গলবার, ১৯ মে ২০২০ | ৪:৪১ অপরাহ্ণ

চাঁদপুরে এসএম ইন্টারনেট নেটওয়ার্কের ২০০০ মিটার তার চুরি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (BTRC)কর্তৃক অনুমোধিত ইন্টারনেট সার্ভিস প্রভাইটর বাংলাদেশ (ISPAB) র সদস্য প্রতিষ্ঠান “এস এম ইন্টারনেট নেটওয়ার্ক” চাদঁপুর জেলার, মতলব (দঃ) থানার, বাকরা গ্রামের, মাস্টার বাজার হতে রাজারগাঁও ও গোসাইপুর গ্রাম পর্যন্ত প্রায় ২০০০ মিটার অফটিকাল পাইভার তার আধারে কে বা কারা চুরিকরে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে ১৮ মে গভীর রাতে।

উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মোঃ নাজির হোসেন জানান, আশ-পাশের অনুমোধনহীন নেট ব্যাবসায়ি কর্তৃক এই চুরি হওয়ার সম্ভাবনা আছে এবং তিনি মামলা করার জন্য পস্তুতি নিচ্ছেন।

তিনি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন উক্ত চুরির ফলে সরকার কর্তৃক জরুরি সেবা দান প্রতিষ্ঠানটির ইন্টারনেট গ্রাহকরা তাদের প্রাপ্ত সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ সময়: ৪:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com