ব্রেকিং নিউজ

x


চাঁদপুরে আরো নতুন ২জন করোনা রোগী সনাক্ত, মোট আক্রান্ত ১২

সোমবার, ২০ এপ্রিল ২০২০ | ৪:০৪ অপরাহ্ণ

চাঁদপুরে আরো নতুন ২জন করোনা রোগী সনাক্ত, মোট আক্রান্ত ১২

চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত আরো ২জন রোগী সনাক্ত হয়েছেন। সোমবার সকালে চাঁদপুরের সিভিল সার্জন অফিসে তাদের রিপোর্ট আসে। নতুন করে আক্রান্তরা হলোন চাঁদপুর সদরের কামরাঙ্গা এলাকায় করোনায় মারা যাওয়া ব্যক্তির শ্বশুর এবং ঢাকা ফেরত হাইমচরের নীলকমল ইউনিয়নের ১২ বছর বয়সী এক শিশু।

এ নিয়ে চাঁদপুর সিভিল সার্জন অফিসের হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২। এর মধ্য ১জন মৃত ও ১জন করোনামুক্ত হয়েছেন। বাকী ১০জন বর্তমানে চিকিৎসাধীন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার সকালে মোট ২৫জনের রিপোর্ট আসে। বাকী ২৩জনের রিপোর্ট করোনা নেগেটিভ। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত নন।

সূত্র আরো জানায়, এখনো ২৫জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১২৬৩জন, আইসোলেশনে আছেন ৪জন।

এছাড়া মতলব উত্তরের ৩জন করোনায় আক্রান্ত হিসেবে ঢাকা ও নারায়ণগঞ্জে সনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১জন মারা গেছেন ও ২জন চিকিৎসাধীন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ৪:০৪ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com