ব্রেকিং নিউজ

x


চাঁদপুরের ফরিদগঞ্জ ময়লার স্তূপে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে

বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ | ৬:৪৪ পূর্বাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ ময়লার স্তূপে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে

চাঁদপুরের ফরিদগঞ্জ ময়লার স্তূপে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে। বুধবার (০৯ জুন) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পাশে ময়লার স্তূপ থেকে এ নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ছেলে নবজাতককে কে বা কারা ময়লার স্তূপে ফেলে চলে গেছে, তা জানা যায়নি। নবজাতকের লাশ প্রথম দেখে জাহাঙ্গীর হোসেন নামে এক পথচারী। তিনি ৯৯৯ কল করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হতভাগ্য এই নবজাতকের লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, প্রায় ৭ মাস বয়সী অপরিণত নবজাতকের মরদেহটি মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় গর্ভজাত শিশু হত্যা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

 

এদিকে নবজাতকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ফরিদগঞ্জ উপজেলা সদরে বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। তাদের ধারণা, এর কোনো একটিতে অবৈধ গর্ভপাত ঘটিয়ে অপরিণত নবজাতককে ময়লার স্তূপে ফেলে চলে গেছে তার স্বজনরা।

বাংলাদেশ সময়: ৬:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com