ব্রেকিং নিউজ

x


গোয়া ভ্রমণে গিয়ে না ফেরার দেশে অভিনেত্রী

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ | ৮:৩৬ পূর্বাহ্ণ

গোয়া ভ্রমণে গিয়ে না ফেরার দেশে অভিনেত্রী

 

 

ভারতের মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মাত্র ২৫ বছর বয়সেই জীবন প্রদীপ নিভে গেলো তার।

ভারতীয় গণমাধ্যম জানায়, গত ১৫ সেপ্টেম্বর প্রেমিক শুভম দাদগের সঙ্গে ভারতের পর্যটন নগরী গোয়াতে বেড়াতে যান ঈশ্বরী।

সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরে সেখান থেকেই ফিরছেন তিনি। কিন্তু পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজনের মৃত্যু হয়।

পুলিশের ধারণা, পানিতে ডুবেই মৃত্যু হয়েছে ঈশ্বরী-শুভমের। গোয়ার আরপোরা গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে।

অঞ্জুনা থানার ইনস্পেক্টর সুরজ গাওয়াস জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এরপরেই বেসামাল হয়ে গাড়িটি খাদে পড়ে যায়। পরে দমকলবাহিনী দুজনের নিথর দেহ উদ্ধার করে।

জানা গেছে, ঈশ্বরী ও শুভম ছোটবেলার বন্ধু। চলতি বছরই দুজনের বাগদান হওয়ার কথা ছিল। তাদের আকস্মিক মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমেছে।

বাংলাদেশ সময়: ৮:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com