নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে বিভৎস নির্যাতন, ধর্ষণ চেষ্টা এবং সেই ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত বাদলকে অস্ত্রসহ ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
তাকে গ্রেপ্তারের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। র্যাব বলছে, বাদলকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
প্রায় মাসখানেক আগে দুই সন্তানের জননী ওই গৃহবধূকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে ভিডিওচিত্র ধারণ করে বখাটে একদল যুবক।
গতকাল রোববার দুপুরের দিকে সেই নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের পর ভাইরাল হয়ে। তাতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।
গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় বখাটেরা গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে রাখলেও ঘটনা থেকে যায় স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে!
স্থানীয়রা বলছে, গত মাসের (২ সেপ্টেম্বর) উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারী ৯ জনকে আসামি করে রোববার দিবাগত রাত ১২টার দিকে বেগমগঞ্জ থানায় দুইটি মামলা করেছেন। দুটি মামলাতেই ১ নম্বর আসামি বাদল।
বাংলাদেশ সময়: ১২:৫৪ অপরাহ্ণ | সোমবার, ০৫ অক্টোবর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com