গভীর রাতে দরিদ্রদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি সার্কেল) মো. আফজাল হোসেন।
এ সময় তিনি তার এক প্রতিক্রিয়ায় বলেন, চক্ষু লজ্জার ভয়ে অনেকে কারো কাছে হাত পাততে পারছেনা। কর্মহীন অসহায় সেইসব দরিদ্রদের দুয়ারে দুয়ারে খাদ্র সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আফজাল হোসেন আরো বলেন, আমরা সবাই নিম্নবিত্ত, গরিব দুস্থ ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে সাহায্য সহযোগিতা করছি। তবে সমাজের অনেকেই নীরবভাবে জীবনযুদ্ধ করে যাচ্ছেন। তারা কারও কাছে হাত পাততে পারছেন না। তাদের জন্য চাঁদপুর পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বিপিএম স্যারের পক্ষে আমাদের এই উদ্যোগ।
পর্যায়ক্রমে যারা খাদ্য সামগ্রী পাচ্ছে না, তাদের ঘরে ঘরে গিয়ে আমরা পৌঁছে দেয়ার চেষ্টা করবো।
বাংলাদেশ সময়: ৫:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com