ব্রেকিং নিউজ

x


গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৯, নতুন আক্রান্ত ৩০৯

শনিবার, ২৫ এপ্রিল ২০২০ | ৩:০৫ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৯, নতুন আক্রান্ত ৩০৯

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩০৯ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৯৯৮ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জনে।

আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ৮ মার্চ দেশে প্রথমবারের মত তিনজনের মধ্যে নভেল করোনাভাইরাস সংক্রমণের তথ্য জানায় আইইডিসিআর।

বাংলাদেশ সময়: ৩:০৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com