দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৩৬০ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৩৮ জনে। এদিকে আরও তিন হাজার ৭০৬ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট ৮৪ হাজার ৫৪৪ জন সুস্থ হলেন।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও বলেন, নতুন করে আরও একটি ল্যাবরেটরি যুক্ত হওয়ায় মোট ৭৬টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬৩২টি । ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৮৬২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো নয় লাখ চার হাজার ৭৮৪টি।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ৪:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com