খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তার মুক্তি ও গণতন্ত্র রক্ষার জন্য জীবনবাজি রেখে লড়াই করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের মৌন মিছিলে এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, রাজনীতি থেকে বেগম জিয়াকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে। এ কারণেই খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকার আইনের কথা বলছে। কিন্ত প্রকৃত পক্ষে আইন নয়, সরকারই খালেদা জিয়ার বিদেশে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
পরে মহিলা দলের পূর্ব ঘোষিত মৌন মিছিলের অনুমতি না দেয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার শান্তিপূর্ণ কর্মসূচিকেও এখন ভয় পায়। এদিকে মৌন মিছিলে বিএনপি নেতারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকাৎসার দাবি মেনে নেয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে মৌন মিছিল করছে জাতীয়তাবাদী মহিলা দল।
এদিকে, রাজধানীর প্রেসক্লাব থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ অবস্থার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের চিকিৎসকরা।
বাংলাদেশ সময়: ৮:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com