বেগম খালেদা জিয়ার নাশকতার আরো চার মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এনিয়ে ৮ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ পেলেন বিএনপি নেত্রী। তার আইনজীবীরা বলছেন, হয়রানির উদ্দেশ্যেই এ মামলা। রাষ্ট্রপক্ষ বলছে, বেগম জিয়ার নির্দেশেই ২০১৪ সালে নির্বাচনের আগে সারাদেশে জ্বালাও পোড়াও হয়।
রোববার (২৩ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত ভার্চুয়াল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। ব্যারিস্টার এহসানুর রহমান একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এহসানুর রহমান বলেন, একই সাথে ওই চার মামলার অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত। তবে রুল নিষ্পত্তির দিন-তারিখ এখনো উল্লেখ করেননি আপিল বিভাগ।
২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে গাড়ি ভাংচুর-অগ্নিসংযোগের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দশের অধিক মামলা হয়।সবকটি মামলাতেই জামিনে আছেন তিনি। এমনকি উচ্চ আদালতের নির্দেশে বিএনপি নেত্রীর বিরুদ্ধে হওয়া নাশকতার ১১টি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে ।
এরকম রাজধানীর দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় হওয়া ৪টি মামলা সচল চেয়েই আবেদন করে রাষ্ট্রপক্ষ। কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন। এ নিয়ে নাশকতার ৮ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ পেলেন বিএনপি নেত্রী।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এজাহারের কোন মামলায় নাম ছিলো না তার। পরবর্তী পর্যায়ে এবং পুলিশ যেহেতু সরকারের অধীনে সে সময় পুলিশ ওই মামলাগুলোকে তাকে অভিযুক্ত চার্জশীট দিয়েছিলো। ‘
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সেসময় বিএনপি নেত্রীর নির্দেশেই জ্বালাও পোড়াও করেন নেতাকর্মীরা। মামলার এফআইআর ও অভিযোগপত্রেও তার নাম রয়েছে। হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান তারা।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘সরকারি সম্পত্তি সরকারি যানবহন এগুলো ক্ষতিসাধন করার যে অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছিলো তার বিরুদ্ধে। এবং আমরা যত শীঘ্রই হোক এটা হাইকোর্টে ফিক্সড করে তাড়াতাড়ি শুনানির বন্দোবস্ত করবো।’
দুর্নীতির ৫ মামলা বাদে বিএনপি নেত্রীর বিরুদ্ধে আরো ৩১ টি মামলা রয়েছে। যার অধিকাংশই নাশকতা ও মানহানির।
বাংলাদেশ সময়: ৯:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com