ব্রেকিং নিউজ

x


কৌতুক অভিনেতা নিপু নিজের মৃত্যু গুজবে ফেসবুক লাইভে

রবিবার, ১৩ জুন ২০২১ | ৮:০৩ পূর্বাহ্ণ

কৌতুক অভিনেতা নিপু নিজের মৃত্যু গুজবে ফেসবুক লাইভে

 

পরিচিতি মাঝে মাঝে বিড়ম্বনা বয়ে আনে। তাদের নিয়ে রটে নানা গুজব। এমনকি জলজ্যান্ত মানুষকে মৃত বলে গুজব রটিয়ে দেয়া হয় হরহামেশাই। বাংলাদেশেও এরকম বিব্রতকর ঘটনার মুখোমুখি হতে হয়েছে বহু তারকা শিল্পীকে।

এবার এমন বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নাতি চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া কৌতুক অভিনেতা শওকত আলী তালুকদার ওরফে নিপু।

 

শুক্রবার (১২ জুন) রাত থেকে এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাগযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতেও নিপুর মৃত্যু নিয়ে বেশকিছু পোস্ট লক্ষ্য করা যায়। এমন খবরে শোবিজে তার ঘনিষ্ঠজন ও অভিনেত্রী শবনম পারভীন নিশ্চিত করেন যে,‘নিপুর কিছু হয়নি। তিনি সুস্থ আছেন।’

করোনা মিডেল এ্যাড
এরপর শনিবার দুপুরে ফেসবুক লাইভে এসে এই কৌতুক অভিনেতা বলেন, ‘আমি বেঁচে আছি, মিথ্যা খবরে বিভ্রান্ত হবেন না’। ভিডিও বার্তায় তিনি আরো বলেন, দর্শক আমি নিপু, আপনাদের প্রিয় নাতি। আমার ছোট ভাইয়ের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করছি। গতকাল কোনো একটি অনলাইন সংবাদপত্রে খবর প্রকাশ পেয়েছে, বাংলাদেশ চলচ্চিত্রের এক নাতি মারা গেছেন। তবে আপনাদের প্রিয় নাতি এখনো জীবিত আছি। সবাই দোয়া করবেন, যেন দীর্ঘদিন আপনাদের মাঝে থাকতে পারি। ’

জানা যায়, নিপু রাজধানীর উত্তরায় থাকেন। তার গ্রামেরবাড়ি জামালপুর। ছোটবেলা থেকেই বিভিন্ন অঙ্গভঙ্গি করে পরিবার ও বন্ধুদের হাসাতেন।

বাংলাদেশ সময়: ৮:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুন ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com