কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার অভিযোগে অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ আরটিভি নিউজকে জানান, আটককৃত ব্যক্তির পরিচয় নিশ্চিতে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে।
গেল ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়া দিঘিরপাড় পূজামণ্ডপে কোরআন রাখা নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন থানায় আট মামলায় ৭৯১ জনকে আসামি করা হয়ে। এ পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লার ঘটনার খবর ছড়ানোর পর দেশের কয়েকটি জেলায় উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ৭:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com