পাবনার ভাঙ্গুড়া উপজেলার হাংড়াগাড়ি গ্রামে ঋণের কিস্তি দিতে না পেরে সাবিনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত সাবিনা খাতুন উপজেলার হাংড়াগাড়ি গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, স্থানীয় সিদীপ নামের একটি এনজিও থেকে হাফিজুল ৭০ হাজার টাকা ঋণ নেন। মহামারি করোনার কারণে দিনমজুর হাফিজুর অভাবে পড়ে যায় এবং তার পাঁচটি কিস্তি বাকি পড়ে। এদিকে আরিফ ও রায়হান নামের দুইজন সিদীপের মাঠকর্মী বাড়ির উপর এসে তার স্ত্রী সাবিনাকে কিস্তি পরিশোধের জন্য চাপ দেন। ঋণের কিস্তি দিতে না পাড়ায় অপমান বোধ থেকে ঘরের ভিতর গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
তবে এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে সিদীপের ম্যানেজার মাহমুদ ইসলাম জানান, কিস্তির জন্য সাবিনাকে কোনো প্রকার চাপ দেওয়া হয়নি বরং সে নিজেই টাকা নেয়ার জন্য আমাদের খবর দিয়েছিল।
ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার নাজমুল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১০:০২ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com