চাঁদপুর শহরে কিশোরগ্যাং এর অপরাধ প্রতিরোধে চাঁদপুর মডেল থানার সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ১১ নভেম্বর বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর শহরের বড়স্টেশন ও কাঁচাকলোনী এলাকায় চাঁদপুর মডেল থানার বিভিন্ন ইউনিট বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে।
এ সময় কিশোরগ্যাং সন্দেহে ৯ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন আবদুল্লাহ, আল-আমিন, শিপন, শিমুল, রিপন, শরীফ, মুকবুল, আমিন।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের অপরাধ প্রতিরোধে চাঁদপুর মডেল থানার অভিযান অব্যহত রয়েছে। এ অভিযান আরো চলবে। অভিভাবকদের সন্তানদের খোঁজ খবর রাখতে হবে। তারা কোথায় যায়, কার সাথে মিশে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।
অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশীদ, ওসি এন্টিলিজেন্স মনির আহম্মেদ, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম।
এদিকে গত কদিনে ২৪জনকে শহরের বিভিন্ন এলাকা থেকে কিশোরগ্যাং সন্দেহে আটক করা হয়। পরে তাদের অভিভাবকদের মুচলেখা রেখে ছেড়ে দেয়া হয়।
বাংলাদেশ সময়: ৮:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com