কালো থেকে কীভাবে ফর্সা হলেন নায়িকারা!
টালিউড আর বলিউডে এমন অনেক নায়িকাই রয়েছেন যাদের গায়ের রং কালো। তবে অবাক করার বিষয় হলো কয়েকটি সিনেমায় অভিনয় করার পরই তাদের গায়ের রঙের পরিবর্তন দর্শকদের চোখে পড়তে শুরু করে। কিন্তু কীভাবে তারা কালো থেকে ফর্সা হন, আপনি কি জানেন?
টালিপাড়ায় সায়ন্তিকা, কোয়েল মল্লিকের প্রথম দিককার সিনেমার সঙ্গে এখনকার সিনেমার লুকে পাথর্ক্য খেয়াল করতে পারেন। কিংবা বলিউডে রেখা থেকে শুরু করে কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠি, বিপাশা বসু, রানি মুখার্জির মতো নায়িকাদের গায়ের রঙে আশ্চর্যজনকভাবে রিবর্তন লক্ষ্য করা যায়।
তাদের হঠাৎ কালো থেকে ফর্সা হওয়ার গোপন তথ্য কি জানেন? আসলে মানুষ মাত্রই নিজেকে সুন্দর আর আকর্ষণীয় দেখতে পছন্দ করে। নারী, পুরুষের মধ্যে নারীদের মধ্যে এ প্রবণতা বেশি দেখা যায়। আর সে নারী যদি হয় রুপালি পর্দার অভিনেত্রী তাহলে তো কথাই নেই।
তবে আপনি অবাক হবেন জেনে পর্দায় নিজেকে আরও সুন্দর আর আকর্ষণীয় করতে নায়িকারা কসমেটিক সার্জারি চিকিৎসকের শরণাপন্ন হন। কালো থেকে ফর্সা হতে সাধারণত হরমোন পুশ করেন চিকিৎসক।
এর মাধ্যমে ত্বকের ভেতরে কোলাজেন আর অ্যান্টি অক্সিডেন্টকে বুশ করে। পাশাপাশি মেনে চলতে হয় ডায়েট ও ত্বকের যত্ন। রোদে ঘোরাঘুরি কমিয়ে আনার অ্যভাসও মেনে চলতে হয়। এভাবে ৩ থেকে ৬ মাসের মধ্যেই গায়ের রঙে পার্থক্য আসতে শুরু করে। শুধু বলিউডে নয়, এই টেনডেন্সি ব্যাপক লক্ষ্য করা যায় দক্ষিণ কোরীয় নায়িকা এমনকি নায়কদের মধ্যে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বাংলাদেশ সময়: ৭:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com