আফগানিস্তানে কাবুল বিমানবন্দরের বন্ধ করে দেয়া একটি প্রবেশদ্বার ও এর পাশের একটি হোটেলে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তালেবান।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদিন টুইটারে বলেছেন, কাবুল বিমানবন্দরে হামলার ঘটনায় ইসলামি আমিরাত তীব্র নিন্দা জানাচ্ছে। কাবুল বিমানবন্দরে মার্কিন সেনারা ওই বোমা বিস্ফোরণের স্থানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলেও জানান তিনি।
কাবুলের এই বোমা হামলায় শিশু ও বিদেশি নাগরিকসহ ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান। এই বিস্ফোরণে তালেবানের কয়েকজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার এ বিস্ফোরণ ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
তবে কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক ও জাতীয় নিরাপত্তা কৌশল কমিটির সদস্য অ্যালিসিয়া কার্নস বলেন, ব্যারন হোটেলের কাছে একটি হামলায় ‘অনেকে আহত’হয়েছেন, যেখানে যুক্তরাজ্য ব্রিটিশ ও আফগানদের সরিয়ে নেওয়ার জন্য কার্যক্রম চালাচ্ছিল।
ব্রিটিশ এই এমপি টুইট করেছেন, ‘ব্যারন হোটেলের উত্তর গেটে বোমা হামলা হয়েছে। এটা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ধ্বংস করে দেবে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে আহত হয়েছেন। আহত ও নিহতদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি।’
ভয়াবহ এই বোমা বিস্ফোরণের ঘটনায় পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার এক টুইট বার্তায় বলেছেন, কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রয়টার্সকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, আত্মঘাতি বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের বিষয়টি এরই মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি টুইটবার্তায় নিশ্চিত করে বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই গোলাগুলির শব্দ পাওয়া যায়।
এর আগে পশ্চিমা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, আফগানিস্তান থেকে নাগরিকদের উদ্ধার তৎপরতার শেষপর্যায়ে কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলা হওয়ার শঙ্কা বেশি। বৃহস্পতিবার বোমা বিস্ফোরণের ঘটনায় পশ্চিমা গোয়েন্দা সংস্থাদের আশঙ্কা সত্য হয়েছে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের সতর্কবার্তায় আফগানদের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর অবিলম্বে ছাড়তে বলা হয়।
দেশ ছাড়তে উদগ্রীব আফগানরা বিমানবন্দরের বাইরে ভিসা প্রক্রিয়ার জন্য যেখানে অপেক্ষা করছিলেন, সেখানে বিস্ফোরণটি হয় বলে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।
বাংলাদেশ সময়: ৮:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ আগস্ট ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com