ব্রেকিং নিউজ

x


কাদের ও আ’লীগকে আয়নায় চেহারা দেখতে বললেন মির্জা ফখরুল

বুধবার, ০৩ নভেম্বর ২০২১ | ৮:৩৮ পূর্বাহ্ণ

কাদের ও আ’লীগকে আয়নায় চেহারা দেখতে বললেন মির্জা ফখরুল

 

ওবাযদুল কাদের ও আ’লীগকে আয়নায় চেহারা দেখতে বলেছেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের চেহারা আয়নায় দেখতে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম।

এ সময় মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে নির্বাচন না করার পক্ষে বিএনপি। তবে দলের কোনো নেতাকর্মী যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চায় বিএনপির কোনো বাধা থাকবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের উচিত নিজের ও দলের চেহারা আয়নায় দেখা। আওয়ামী লীগ জনগণের সাথে প্রতারণা করে জোর করে রাষ্ট্রক্ষমতায় বসে আছে। নির্বাচনকালীন যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না। ভবিষ্যতে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বাংলাদেশ সময়: ৮:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ নভেম্বর ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com