ব্রেকিং নিউজ

x


কাজ নেই, প্রতিদিনই বাড়ছে দরিদ্রদের ক্ষুধার জ্বালা! 

শনিবার, ০৪ এপ্রিল ২০২০ | ১২:৩৯ অপরাহ্ণ

কাজ নেই, প্রতিদিনই বাড়ছে দরিদ্রদের ক্ষুধার জ্বালা! 

করোনাভাইরাস প্রতিরোধে রাজধানীসহ দেশের সর্বত্র চলছে অঘোষিত লকডাউন। বন্ধ হয়ে গেছে কল-কারখানা, নেই কাজ ফলে বিপদে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এই সঙ্কটময় মুহূর্তে চাঁদপুর জেলার জনজীবনেও নেমে এসেছে স্থবিরতা।

একদিকে আক্রান্ত হওয়ার আতঙ্ক, বিপরীতে প্রতিদিনের খাবার যোগাড় করতে না পারা। নিম্নবিত্ত কৃষক-মজুরের ভোগান্তি এখন চরমে। এমন পরিস্থিতিতে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ চরম আতঙ্কে দিনাতিপাত করছেন।

সামর্থ্যবান মানুষ যে যার মতো হোম কোয়ারেন্টিন পালনের চেষ্টা করছেন। কিন্তু দিন এনে দিন খাওয়া মানুষের সেই সুযোগ নেই। অনাহারে দিন কাটাচ্ছেন তারা। এরকম চিত্র দেশের প্রায় সর্বত্রই বিরাজ করছে।

দেশের এ চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত জেলায় সবাইকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। অসহায় এসব মানুষের জন্য সরকারি-বেসরকারি উদ্যোগে খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে। কিন্তু তা অপর্যাপ্ত। এরইমধ্যে অনেক এলাকায় বেছে বেছে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

হাজীগঞ্জ উপজেলার বেশ কয়েকজন দিনমজুরেরা জানান, তারা একদিকে আতঙ্কিত। অন্যদিকে কাজ না করলে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা দায়। সব মিলিয়ে ভালো নেই তারা।

উপজেলার বেলঘর গ্রামের দিনমজুর দিদার জানান, একদিন কাজ না করলে না খেয়ে থাকতে হয়, করোনাভাইরাসের ভয়ে বাড়িতে বসে আছেন। কয়েকদিন ধরে দিনে একবেলা করেও খাবার জোটাতে কষ্ট হচ্ছে।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, আমার পক্ষ থেকে যতটুুকু সম্ভব ত্রাণ দেয়ার চেষ্টা করছি।

এ দিকে উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী গত কয়েক দিন যাবৎ খুজে খুজে অসহায়দের ত্রাণ দিতে দেখা যাচ্ছে। চুটছেন গ্রামের প্রত্যান্ত অঞ্চলেও। যেখানেই অসহায়দের খবর পাচ্ছেন সেখানেই তিনি ত্রাণ পৌছে দিচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বলেন, যার যার খবর পাচ্ছি সেখাণেই ত্রাণ পৌছে দেয়ার চেষ্টা করি। তবুয় কেউ অসহায়দের খবর পেলে তাৎক্ষনিক জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতনতায় করার জন্য সর্বাত্মক কাজ করা হচ্ছে।

চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে গরিব, দিনমজুর, কর্মহীন ব্যক্তিদের জন্য ঘরে ঘরে পৌছে ত্রাণ বিতরণ করছি।

এ সঙ্কটময় মুহূর্তে দরিদ্র পরিবারগুলোর প্রতি সরকার আন্তরিক। একটি পরিবারও যাতে না খেয়ে না থাকে সেজন্য সার্বিক পরিস্থিতি তদারকি করে তাদের ঘরে ঘরে ত্রাণ পৌছে দিচ্ছি।

বাংলাদেশ সময়: ১২:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com