নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামে বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় এক কলেজছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ করেছে গৃহশিক্ষক আশরাফুজ্জামান রানা (৩২)।
সোমবার (২২ মার্চ) সকালে এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। একই দিন লোহাগড়া থানার এসআই সাইফুল ইসলাম শিক্ষক রানাকে গ্রেপ্তার করে এবং তার কাছে থাকা ধর্ষণের ভিডিওসহ মোবাইল ফোন উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের মৃত মনিরুজ্জামান শেখের ছেলে গৃহশিক্ষক আশরাফুজ্জামান রানার বাড়িতে প্রতিবেশী এক কলেজছাত্রী (১৭) প্রতিদিনের মতো গত বছর ১৪ অক্টোবর প্রাইভেট পড়তে গেলে। ওই দিন শিক্ষকের বাড়ি ফাকা থাকায় অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এবং একই সাথে গোপনে ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে রাখে।
ওই শিক্ষক ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে ওই ছাত্রীকে। পরে তার কাছ থেকে স্বর্ণের গহনা বিক্রি করে বিভিন্ন সময় টাকা হাতিয়ে নেয়।
এ দিকে পারিবারিক সম্মতিতে পার্শ্ববর্তী ধোপাদাহ গ্রামে এক ছেলের সাথে রোববার (২১ মার্চ) ওই কলেজছাত্রীর বিয়ের দিন ঠিক হয়। এর এক দিন আগে ওই অভিযুক্ত গৃহশিক্ষক পাত্রপক্ষের বাড়িতে গিয়ে ধর্ষণের ভিডিও দেখায়। এক পর্যায় তাদের বিয়ে ভেঙ্গে গেলে ধর্ষণের বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানাই।
এ ঘটনার বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, সোমবার বিকেলে অভিযুক্ত শিক্ষক আশরাফুজ্জামান রানা নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই আদালতে সন্ধ্যায় ভিকটিম কলেজছাত্রীর ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com