ব্রেকিং নিউজ

x


কর্মহীনদের মাঝে মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যানের খাদ্য সামগ্রী বিতরণ

শনিবার, ০৪ এপ্রিল ২০২০ | ৯:০৩ অপরাহ্ণ

কর্মহীনদের মাঝে মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যানের খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় ও কর্মহীন ৫ শতাধিক পরিবারের মাঝে মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমদ গত দু’দিন খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্র সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন।

৪ এপ্রিল শনিবার বিকালে উপজেলার চরমাছুয়ায় নিজ বাড়ীতে খাদ্র সামগ্রী বিতরণকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, চরমাছুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুর আর রশিদ, সমাজ সেবক বাবুল হোসেন মীর, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, চরমাছুয়া জামে মসজিদরে ইমাম সালাউদ্দিন, সমাজ সেবক দেলোয়ার হোসেন প্রমুখ।

এ সময় মনজুর আহমদ বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারনে দিনমজুর লোকরা কর্মহীন হয়ে পড়েছে তাই সমাজের বিত্তবানদের উচিৎ এদের পাশে দাড়ানো।

সরকার এই কর্মহীন ও দরিদ্রদের আন্তরিকভাবে সহযোগীতা দিয়ে যাচ্ছে। তবে সরকারের পাশাপাশি আমাদেরও সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া উচিৎ আর একথা ভেবেই আমি আমার সাধ্য মতো সহযোগীতা করে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ৯:০৩ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com