করোনা ভাইরাস মোকাবেলায় মানুষকে সচেতন ও সামাজিক দূরত্ব সৃষ্টি করতে কাজ করছে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের যুবকরা। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে বাগানবাড়ি বাজারে ক্রেতা সাধারণকে মাস্ক প্রদান করেন।
এছাড়াও দোকানের সামনে গোল বৃত্ত একে তাতে দাড়াতে আহ্বান জানান। শিহাব সরকার, পারভেজ, ফেরদৌস, সাদ্দাম, জিসান, প্রতৃক, হৃদয়, শিপু, রাসেল’সহ তাদের বন্ধুরা সামাজিক দায়বদ্ধতা থেকে এ কাজ করছেন।
পারভেজ ও শিহাব সরকার জানান, করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে তারা মানুষকে সচেতন করার জন্য মাইকিং করেছে। লিপলেট বিতরণ করা, রাস্তায় ঘুরাফেরা না করার জন্য উদ্বুদ্ধ করা’সহ দোকানের সামনে গোল বৃত্ত একে দূরত্ব তৈরি করার জন্য কাজ করছেন।
বাংলাদেশ সময়: ৯:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com