হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা ভাইরাস রিপোর্টের জন্য ঢাকা আইডিসিআর এ প্রেরণকৃত ৫৬ টির নমুনার মধ্যে ২২টি রিপোর্ট এসেছে আজ (২ মে) শনিবার। ২২টির সবগুলোই নেগেটিভ। অপেক্ষামান আছে আরো ৩৪টি।
এ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকতার পরিবারসহ তাঁর কার্যালয়ের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।
আজ ২ মে দুপরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এইচ এম শোয়েব আহমেদ চিশতি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২৯ তারিখে প্রেরণকৃত রিপোর্টগুলো আজ এসেছে। এর মধ্যে ২টি আসেনি। আগামীকাল বাকী রিপোর্টগুলো আসতে পারে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সিইও মোহাম্মদ নাসিরউদ্দিন জানান, আলহামদুলিল্লাহ। উপজেলা নির্বাহী স্যারের বাসার সবার রিপোর্টসহ আমাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া স্বর্স্তরের সকলের কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ সময়: ৩:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com