ব্রেকিং নিউজ

x


করোনা থেকে বাঁচতে আতঙ্কিত নয়, জনসচেতনতা বাড়াতে হবে

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ | ৩:৪৮ অপরাহ্ণ

করোনা থেকে বাঁচতে আতঙ্কিত নয়, জনসচেতনতা বাড়াতে হবে

করোনাভাইরাস বা ‘কভিড-নাইনটিন’ থেকে বাঁচতে ব্যক্তি সুরক্ষা জরুরি। এজন্য বারবার সাবান দিয়ে হাত ধোয়া, জনসমাগমের জায়গাগুলো এড়িয়ে চলার মতো বিষয়গুলোর কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়া, আধা সেদ্ধ খাবারের বদলে ভালোভাবে সেদ্ধ করার কথাও বলছেন তারা।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগের শেষ নেই। তবে ভাইরাসটি থেকে রক্ষায় আপাতত সচেতনতার কোনও বিকল্প দেখছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন ভাইরাসটি শরীরে প্রবেশের পর লক্ষণ দেখা দিতে সময় লাগে দুই থেকে ১৪ দিন।

লক্ষণগুলো হলো জ্বর, শুকনো কাশি, গলাব্যাথা, শ্বাসকষ্ট, কখনো কখনো ডায়ারিয়া, মাথ্যব্যথা ও পেটব্যথা। কিডনি ডায়াবেটিক ও হৃদরোগীদের জন্য ভাইরাসটি ঝুঁকিপূর্ণ বলে জানান চিকিৎসকরা।

ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে ভালোভাবে বারবার হাত ধুয়ে নিতে হবে হবে। অপরিষ্কার হাত দিয়ে নাক-মুখ-চোখ স্পর্শ করা যাবে না; হ্যান্ডশেক, কোলাকুলি ও গণজমায়েত এবং সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে।

বাইরে থেকে এসেই সাবান দিয়ে হাত-মুখ ভালোভাবে ধুয়ে নিতে বলা হয়েছে। আর ক্ষার জাতীয় সাবান ব্যবহারই বেশি কার্যকর। বারবার হাত ধোয়ার অভ্যাস গড়তে হবে এবং অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে।

চিকিৎসকরা যেসব পরামর্শ দিচ্ছেন তা হলো-
-প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া-আসা এবং গণপরিবহণে চলাচলকালে সাবধানতা অবলম্বন করুন।
– হাঁচি-কাশির সময় মুখে রুমাল, টিস্যু বা হাতের কনুই দিয়ে ঢাকুন। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলুন।
– ময়লা জামা-কাপড়, থালা-বাসন দ্রুত পরিষ্কার করুন।
-মাংস-ডিম ভালোভাবে সিদ্ধ করুন।
এছাড়া, যেকোন জরুরি পরিস্থিতিতে, ‘জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিটিউট’ বা আইইডিসিআরের হটলাইন নম্বর ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১ বা ০১৯৩৭১১০০১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ৩:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com