করোনা উপসর্গে হাজীগঞ্জ এক নারী ও কচুয়াতে একজন পুরুষসহ দুজনের মৃত্যু হয়েছে।
তথ্য সুত্রে জানাযায়, চাঁদপুরের কচুয়ায় প্রথম বারের মতো করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম থেকে আসা পশু চিকিৎসক আব্দুর রব মোল্লা (৫৫) নামের এক ব্যক্তি শনিবার সন্ধ্যায় মারাগেছে।
সে উপজেলার কাপিলাবাড়ী গ্রামের মৃত: সুলতান মোল্লার ছেলে। এ ঘটনায় উপজেলা নিবার্হী অফিসার দীপায়ন দাস শুভ’র নিদের্শে ১০ মে রবিবার ১১ টার দিকে কাপিলাবাড়ী গ্রামে ইসলামী ফাউন্ডেশন, উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স ও পুলিশ সদস্যরা এসে তার লাশ দাফন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রব মোল্লা চট্টগ্রামে থাকতেন। গত বৃহস্পতিবার (৭ মে) সে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা নিয়ে বাড়িতে আসেন। বাড়ীতে অসুস্থ অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র জানান, মৃত ব্যক্তির করোনা উপসর্গ থাকায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া তার স্ত্রী ও সন্তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তির বাড়ির লোকজন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ওই ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা নমুনা রিপোর্ট আসলে তা জানা যাবে। অপরদিকে কচুয়ার রহিমানগরে ফয়েজ আহমেদ ও সাচারে মর্জিনা আক্তার নামে আরো দু’জন করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারাইন্টেনে আছেন।
এ দিকে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর সভার ১০ নং ওয়ার্ডের রান্ধূনীমূড়া (সাতবাড়িয়া) এলাকায় ৫২ বছর বয়সী এক নারী করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর গুঞ্জন ওঠেছে। এই নিয়ে হাজীগঞ্জ উপজেলায় ৪ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে, ওই নারী (১০ মে) রবিবার দুপুরে ডায়রিয়া সমস্যায় মতলব ডায়রিয়া হাসপাতালে ভর্তি হন। সেখানকার চিকিৎসক জানান, ওই নারীর শরীরে করোনা উপসর্গ (শ্বাসকষ্ট, পাতলা পায়খানা ও জ্বর) ছিল।
তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক । রোগীর পরিবার তথ্য গোপন করে রহিমা বেগমকে বাড়ি নিয়ে আশার পথে তিনি মারা যান। ঘটনার তথ্য জানতে পেরে ঘটনাস্থলে পৌঁচান অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও কচুয়া সার্কেল) মোঃ আফজাল হোসেন।
এই বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহমেদ চিশতী জানান, রোগীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
রাতেই স্থানীয়দের সহযোগীতায় দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ৯:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ১১ মে ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com