করোনা পরিস্থিতিতে অঘোষিত লকডাউন পালিত হচ্ছে দেশব্যাপী। রাজধানীসহ সারা দেশের প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে এসব সড়ক প্রায় জনশূন্য। তবে বিভিন্ন শহরের অলিগলিতে লোক সমাগম হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাড়ির বাহিরে বের হচ্ছেন কেউ কেউ।
গতকাল শুক্রবার ও আজ ৪ এপ্রিল শনিবার রাজধানী জুড়ে লোক চলাচল ছিল সীমিত। তবে দুপুরের পর ভিড় হয় মসজিদগুলোতে। এছাড়া বিভিন্ন অলিগলিতে লোক চলাচল ছিল চোখে পড়ার মত। কেউ বাজার করতে আবার কেউ জরুরি প্রয়োজনে বের হয়েছেন। আবার কেউ কেউ আড্ডা দিতে বের হয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ি আসলেই ফাঁকা হচ্ছে। চলে গেলেই আগের অবস্থা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছেন। এখনো মানুষ সচেতন হচ্ছে না। বিভিন্ন কারণ দেখিয়ে তারা বাহিরে ঘোরা ফেরা করছেন। আমরা সকলকে বুঝিয়ে বাড়ি পাঠাতে চেষ্টা করছি।
রাজধানীর আজিমপুর, নিউমার্কেট, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, উত্তরা, গুলশান, বনানী, বাড্ডা, রামপুরা, কাকরাইল, গুলিস্তান, মতিঝিলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রায় ফাঁকা। মাঝে মাঝে দুএকটি মালবাহী গাড়ি, ব্যক্তিগত প্রাইভেটকার এবং মোটর সাইকেল চলতে দেখা যাচ্ছে। তবে তুলনামূলকভাবে রিক্সার সংখ্যা বেশি। খোলা রয়েছে নিত্যপন্য, ওষুধসহ প্রয়োজনীয় পণ্যের দোকান।
এদিকে দেশে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ৬১ জন হলো। শুক্রবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানান।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৫১৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২৬টি নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরীক্ষা করেছে। আইইডিসিআরের বাইরে পরীক্ষা করা ৩টি নমুনা পজিটিভ বলে শনাক্ত হয়েছে।
এদিকে সামাজিক দূরত্ব না মেনে চলায় জরিমানা করছে প্রশাসন। দেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা সঠিকভাবে বাড়িতে অবস্থান করছেন কিনা সেদিকে নজর রাখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com