ব্রেকিং নিউজ

x


করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩১২ , মৃত ৭

রবিবার, ১৯ এপ্রিল ২০২০ | ৩:০০ অপরাহ্ণ

করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩১২ , মৃত ৭

করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩১২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৬ জনে।

আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। মোট সুস্থ হয়েছেন ৭৫ জন।

আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। নিজের বাসা থেকে এতে সংযুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৬৩৪টি। মোট পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮২৫ জন।

বাংলাদেশ সময়: ৩:০০ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com