করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেরিস্টোপস ক্লিনিকের সিনিয়র মেডিকেল অফিসার ডা. তানজিলা রহমান মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বুধবার (১০ জুন) সকাল ৭টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, ডা. তানজিলা রহমানকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত ২৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন চিকিৎসক।
বাংলাদেশ সময়: ১০:২৭ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com