ব্রেকিং নিউজ

x


করোনায় আক্রান্ত হাজীগঞ্জের ইউএনও বৈশাখী বড়ুয়া 

বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | ৩:৩০ অপরাহ্ণ

করোনায় আক্রান্ত হাজীগঞ্জের ইউএনও বৈশাখী বড়ুয়া 

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়ার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত। এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮জন।

গত ২৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। ২৮ এপ্রিল ঢাকার শিশু হাসপাতালে টেস্ট করা হলে রিপোর্ট পজেটিভ আসে। বুধবার দুপুরে ওই রিপোর্ট চাঁদপুরের সিভিল সার্জন অফিসে এসেছে।

দেশে করোনা সংক্রমণের পর থেকেই চাঁদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে বৈশাখী বড়ুয়া সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমে বেশ সরব ছিলেন। তার নেতৃৃত্বে হাজীগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য সংখ্যক অভিযান পরিচালিত হয়েছে।

এর আগে হাজীগঞ্জে আরো একজন করোনা রুগি সনাক্ত হয়েছে। তার নাম হাবীবুর রহমান (৩৫)। সে ইসলামী ব্যাংকের ঢাকা শাখার কর্মকর্তা। তিনি হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মিজি বাড়ি সাবেক ব্যাংকার মোশারফ হোসেনের ছেলে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া বলেন, করোনায় আক্রান্তের খবর সঠিক। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ্য হয়ে আবার সবার সেবায় কাজ করতে পারি।

২৯ এপ্রিল বুধবার সকালে তার শরীরে করোনা পরিক্ষার রিপোট পজেটিব আসার খবরে তার হাজীগঞ্জ বাজারের ৫ তলা বাড়ি লগডাউন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৩:৩০ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com